তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকি-টকিতে গোপনে বিস্ফোরক বসিয়ে লেবাননে ইসরায়েলি বিস্ফোরণের ঘটনার কয়েক সপ্তাহ পর ইরানে সব ধরনের বিমানের ফ্লাইটে পেজার ও ওয়াকি-টকির নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে পেজার ও ওয়াকি-টকিতে নিষেধাজ্ঞা আরোপের এই তথ্য জানানো হয়েছে।
ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে দেশটির বেসামরিক পরিবহন সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর বরাত দিয়ে বলা হয়েছে, ‘‘মোবাইল ফোন ব্যতীত যোগাযোগের যেকোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ফ্লাইটের কেবিনে প্রবেশ কিংবা কার্গো বিমানে এসবের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।’’
লেবাননে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো পেজার ও ওয়াকি-টকিতে নাশকতামূলক হামলায় কমপক্ষে ৩৯ জনের প্রাণহানির ঘটনার তিন সপ্তাহ পর ইরান ওই সিদ্ধান্ত নিয়েছে।