নিয়মিত অভিযানে কমতে শুরু করেছে ডিমের দাম

কালের কণ্ঠ প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ২০:৪৭

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম রাজধানীর ২টি কাচাঁবাজার তদারকি করেছে। এ সময় তদারকি টিম কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে। আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে শাহআলী সিটি করপোরেশন মার্কেট কাঁচাবাজার ও শনির আখরা কাঁচাবাজারে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।


শাহআলী সিটি করপোরেশন মার্কেট কাঁচাবাজার তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন।


টিমের সদস্যরা মূল্য তালিকা হালনাগাদ করাসহ সব পণ্য ক্রয়ের ও বিক্রয়ের রসিদ যাচাই করেন। এ ছাড়া মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় কয়েক দিনের তুলনায় ডিমের দাম হালি প্রতি ৫ টাকা কমেছে বলে তদারকি টিমকে জানান ভোক্তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us