ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ।
আরেকটি বড় রানের ম্যাচের অপেক্ষা
পিচ রিপোর্টে আভিনাব মুকুন্দ বলেছেন, 'এটি খুবই বড় রানের ভেন্যু। দুই পাশের বাউন্ডারি ৬৩ ও ৬৮ মিটার। সামনের সীমানা ৭৭ মিটার। আগের রাতের বৃষ্টির কারণে কিছুটা নরম মনে হচ্ছে উইকেট, হালকা আর্দ্রতাও রয়েছে। উইকেটটি লাল ও কালো মাটির মিশ্রনে বানানো। তবু উইকেটটি পুরোপুরি ব্যাটিং সহায়ক। বোলারদের জন্যও কিছুটা সহায়তা থাকবে।'
ভারতের একাদশে এক পেসার
সিরিজের শুরু থেকেই বাংলাদেশের তিন পেসারের বিপরীতে দুজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলছে ভারত। শেষ ম্যাচের একাদশ থেকে তারা সরিয়ে নিল আরও একজনকে।
একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে একাদশে রইলেন শুধু মায়াঙ্ক ইয়াদাভ। এছাড়া দুই পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও নিতিশ কুমার রেড্ডি আছেন দলে।