ইলিশ ধ্বংসে আওয়ামী লীগের সঙ্গে এখন বিএনপিও যুক্ত হয়েছে

প্রথম আলো প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ১১:০৮

ভোলায় মেঘনার মোহনায় অবৈধ বেহুন্দি জাল দিয়ে এখনো জাটকা ধরে বেড়ান একদল জেলে। নদীতে ওই সব জেলেকে দেখা গেলেও এদের পেছনে আছে এক বিশাল চক্র। এ চক্রের দলনেতা বা পালের গোদা হচ্ছেন সকেট জামাল নামের এক ব্যবসায়ী। এ চক্রে স্থানীয় আওয়ামী লীগের একদল নেতা জড়িত ছিলেন। এখন স্থানীয় বিএনপি নেতারাও যোগ দিয়েছেন।


সরেজমিনে ভোলার বঙ্গেরচর, দৌলতখানের হাজিরহাট, তজুমদ্দিনের চর রায়হান, চর মোজাম্মেল, বাসনভাঙার চর, মনপুরার কলাতলী, কাজীরচর, চরফ্যাশনের চরপাতিলা, কুকরি–মুকরি, ঢালচর, চর নিজাম, তারুয়া এবং তেঁতুলিয়া নদীর মধ্যে জেগে ওঠা চর মুজিবনগর, শাহাজালালে যাওয়ার সময়ও দেখা যায়, ডুবোচরগুলো দখল করে বেহুন্দির মতো ছোট ফাঁসের জাল পেতে জেলেরা মাছ শিকার করছেন। এর মধ্যে জাটকাই বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us