নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি: মণ্ডপে গিয়ে সেনাপ্রধান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ২০:২০

শারদীয়া দূর্গাপূজার মহাঅষ্টমীতে ঢাকার রমনা কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছার পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।


শুক্রবার বিকালে এই মন্দির পরিদর্শনে যান জেনারেল ওয়াকার।


তার সঙ্গে ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।


হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে সেনাপ্রধান বলেন, “আপনারা উৎসবমুখর সুন্দর পরিবেশে পূজা উদযাপন করতে পারছেন, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরে সব জায়গায় আমাদের লোকজন মোতায়েন আছে। আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি।”


এতদিন ‘খুব ভালোভাবেই’ চলেছে মন্তব্য করে তিনি আরও বলেন, “বাকি যে সময়টা আছে সেটাও সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us