আর্থ্রাইটিস। কাটখোট্টা শব্দটিকে সহজভাবে বলা যায় জয়েন্ট বা গাঁটের ব্যথা। একটা সময় বৃদ্ধরা এই রোগে আক্রান্ত হলেও বর্তমানে অসংখ্য তরুণ ও মধ্যবয়স্করা আর্থ্রাইটিসে আক্রান্ত হচ্ছেন। দিনকে দিন যার সংখ্যা বেড়েই চলছে। খুবই সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা এটি। দীর্ঘসময় বসে কাজ করা, অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে এমনটা হচ্ছে। সচেতনতা আর কার্যকরী ব্যবস্থা গ্রহণই পারে রোগটির হার কমাতে।
আর্থ্রাইটিসের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১২ অক্টোবর ‘বিশ্ব আর্থ্রাইটিস দিবস’ পালিত হয়। ১৯৯৬ সাল থেকে এই দিবসের সূচনা। অনেকেই ভাবেন আর্থ্রাইটিস মানে কেবল হাঁটুর ব্যথা। আসলে তা নয়। রোগটি সম্পর্কিত ভুল ধারণাগুলো ভাঙতেই পালন করা হয় বিশ্ব আর্থ্রাইটিস দিবস।