জুলাই-আগস্টে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্রিকেটারদের অনেকেই সমবেদনা জানিয়ে পাশে ছিলেন। তবে নীরব ভূমিকা পালন করায় সবচেয়ে সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব আর দেশেই ফেরেননি।
সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সাকিবকে তাঁর অবস্থান পরিষ্কার করতে হবে, যেমনটা করেছেন আরেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। অবশেষে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাকিব।
দুঃখ প্রকাশ করে ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালোবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা ও সমবেদনা।’