রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে ১০টি খাত সংস্কারের প্রস্তাব তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আইন ও বিচার, সংসদ, নির্বাচনব্যবস্থা, আইনশৃঙ্খলা, জনপ্রশাসন, দুর্নীতি, সংবিধান, শিক্ষা ও সংস্কৃতি, পররাষ্ট্র ও ধর্মসংক্রান্ত সংস্কারে নির্দিষ্ট প্রস্তাব জানিয়েছে দলটি।
আজ বুধবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আমিরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দলের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ আবদুল্লাহ তাহের।
আইন ও বিচার খাত সংস্কার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য সুষ্ঠু ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। বিচার বিভাগ থেকে দ্বৈত শাসন দূর করতে হবে। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথককরণের কার্যকর ব্যবস্থা নিতে হবে। আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে।