অনুদান কমিটিতে জায়গা পেলেন মম

আজকের পত্রিকা প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ২৩:২৪

২০২৪-২৫ অর্থবছরের সরকারি অনুদানের জন্য পুনর্গঠিত হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ জন সদস্যকে নিয়ে গঠন করা হয়েছে এই কমিটি। এতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। 


রাষ্ট্রের পক্ষ থেকে অর্পিত এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান মম। তিনি বলেন, ‘এটা আমার জন্য গুরুদায়িত্ব। দেশের মানুষের টাকায় যে সিনেমা নির্মিত হবে, সেটা যেন সঠিক মানুষ পায়। দেশের জন্য যেন ভালো সিনেমা নির্মিত হয়। এই বিষয়টা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব।’


১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি এ অনুদান চালু করা হয়। মাঝে কয়েক বছর বাদে প্রতিবছরই অনুদান দেওয়া হচ্ছে। তবে অনুদানের সিনেমা নিয়ে প্রতিবছর জটিলতা দেখা যায়। সময় বেঁধে দেওয়া হলেও বেশির ভাগ সিনেমাই আটকে থাকে বছরের পর বছর। প্রায় সময় শিল্পীদেরও অনুদানের সিনেমা নিয়ে অভিযোগ করতে দেখা যায়। অনুদানের সিনেমার জটিলতা দূর করতে কাজ করতে চান মম। অভিনেত্রী বলেন, ‘সরকারি অনুদানের সিনেমার ক্ষেত্রে নানা জটিলতার কথা শোনা যায়। ভবিষ্যতে জটিলতা যেন না হয়, সেই চেষ্টা থাকবে নতুন এই কমিটির। শিল্পীরা অনুদানের সিনেমায় যে সমস্যার সম্মুখীন হয়েছেন, তা যেন আর না হয়—সেটাই চাইব।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us