চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রে হিন্টন। তারা মেশিন লার্নিং প্রযুক্তি সাহায্যে আর্টিফিশিয়াল নিউরন নেটওয়ার্ক ডিজাইন করে এই পুরস্কার লাভ করলেন তারা। হোপফিল্ড বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইনস্টিটিউটের অধ্যপক আর হিন্টন অধ্যাপনা করছেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যলয়ে।
জন হপফিল্ড নিউরাল নেটওয়ার্কের এমন একটি কাঠামো তৈরি করেছেন, যা তথ্য জমা করে রাখার পাশাপাশি আবার পুনর্গঠন করতে পারে।
অন্যদিকে হিন্টনের পদ্ধতিটা একটু আলাদা। তিনি নিউরাল নেটওয়ার্ক তৈরির একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন। সেটা বিভিন্ন ডাটার ভেতর থেকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ডাটা খুঁজে বের করতে পারে। বর্তমান কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের গবেষণার কাছে অনেকটাই ঋণী।