আন্দোলনকর্মী থেকে অভিনেত্রী

প্রথম আলো প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ১০:২৮

অভিনয়ে আসার আগেই পরিচিতি পেয়েছিলেন হান্টার শেফার। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ‘দ্য পাবলিক ফ্যাসিলিটিজ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট’ বা এইচবি২-এর বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার ছিলেন তিনি। এই অ্যাক্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছিলেন তিনি। দুই বছর আইনি লড়াই চালান, ২০১৮ সালে বিলটি বাতিল করা হয়। পরে টিভি সিরিজ আর চলচ্চিত্র দিয়ে তরুণদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। সর্বশেষ তিনি আলোচনায় হরর সিনেমা ‘কুকু’ দিয়ে।


হান্টার শেফার ট্রান্সজেন্ডার নারী। নিজের এই পরিচয় নিয়ে শৈশব থেকেই নানা সংগ্রামের মধ্য দিয়ে গেছেন তিনি। পর্দায় তিনি পরিচিতি পেয়েছেন ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করে। সেটা ছিল এইচবিওর বহুল চর্চিত সিরিজ ‘ইউফোরিয়া’। তবে কেবল এই একটি কাজই নয়, একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে অল্প সময়েই ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। তাঁকে আগামীর অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী বলেও মনে করছেন সমালোচকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us