বাজারে গিয়ে পানির দামে ডিম কিনতে পারছে না লোকে!

প্রথম আলো মনোজ দে প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ১৭:৫৮

শুক্রবার বিকেল। সবজি কেনার প্রয়োজন পড়ায় ছিপছিপে বৃষ্টির মধ্যেও বাসার নিচে নামতে হলো। বাসা থেকে কয়েক গজ দূরে রিকশাভ্যানের ওপর সবজি বেচেন সেলিম ভাই। অন্য সময়ে তাঁর ভ্যানে হরেক রকম সবজি সাজানো থাকলেও তখন পটোল, কাঁচকলা, মিষ্টি কুমড়া, চিচিঙ্গার বাইরে কোনো সবজি নেই। এক কোনায় পড়ে আছে একটা গোল বেগুন।


ভাবলাম, শুক্রবারের কারণে সব সবজি বিক্রি হয়ে গেছে। কিন্তু তিনি জানালেন, সব সবজির দামই অনেকটা বেড়েছে। এত দামে সবজি মানুষ কম কিনছে। সে কারণে তিনি তিন-চার পদের বেশি সবজি আনছেন না। বেগুন দেখিয়ে বললেন, কেজি ১৬০ টাকায় উঠেছে। কোনো সবজিই ১০০ টাকার নিচে নেই। কাঁচামরিচের দাম উঠেছে কেজিতে ৪০০ টাকা।

গত কয়েক দিনে শুধু যে সবজির দাম এ রকম লাগামছাড়া বেড়েছে তা নয়, ডিমের দাম ডজন উঠেছে ১৭০ টাকা। এক-দুইটা বা এক হালি ডিম কিনতে প্রতি পিস লাগছে ১৫ টাকা করে। ফলে অনেকে ট্রলও করছেন, পানির দামে তাঁরা ডিম কিনছেন। গরিবের প্রোটিন বলে পরিচিত ব্রয়লার মুরগির দামও কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। এর প্রভাব মাছের বাজারে গিয়েও ধাক্কা দিচ্ছে। সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুই মাস হতে চলল। এ সময়ে ছয়টি নিত্যপণ্যের দাম বেড়েছে, কমেছে মাত্র দুটির।


ডিম, সবজি, ব্রয়লার মুরগির দাম বাড়ার একটা বড় কারণ নিশ্চিতভাবেই বন্যা। বর্ষা মৌসুমের শেষ সময়টাতে এসে গত এক মাসে দেশে তিনটি বন্যা হয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকার আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, পোলট্রি খামারিদের উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু কোন সমীকরণে সপ্তাহের ব্যবধানে বেগুনের কেজি ৮০ টাকা কিংবা ডিমের ডজন ১০ থেকে ২০ টাকা বাড়তে পারে?


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us