শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ২০:০৮

ইনিংসের প্রথম ওভারে একটা চার লিটন কুমার দাসের ব্যাট থেকে। এরপরেই আর্শদীপ সিংয়ের বলে বড় শট খেলতে চাইলেন লিটন দাস। বল উঠল ওপরে, সহজ ক্যাচ রিংকু সিংয়ের হাতে। এক ওভার বিরতি দিয়ে আবার উইকেটের দেখা পেল ভারত। এবারও আর্শদীপ। বোল্ড হয়ে ফিরলেন পারভেজ ইমন। ১৪ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। 


টস জিতে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলছিলেন বোলিং নেয়ার কথা। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বলেছিলেন টস জিতলে বোলিংটাই বিবেচনায় রাখতেন তিনিও। কেনো এমন কথা বললেন দুজন, সেটা বোঝা গেল আর্শদীপের প্রথম ওভারেই। প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেট হারাল বাংলাদেশ।


আগের বলে চার হাঁকানোর পর লিটনের উইকেট পেয়ে যায় ভারত। হার্দিক পান্ডিয়ার ওভারে পারভেজ ইমনের একটা ছক্কা কেবল আশাই দেখিয়েছে। নতুন ওভারের প্রথম বলেই ইনসাইড এজে হয়েছেন বোল্ড। বাংলাদেশ ১৫ পেরুনোর আগেই হারায় দুই উইকেট। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us