সবচেয়ে বেশি মোবাইল ডাটা ব্যবহার করছে ইউটিউব

বণিক বার্তা প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ১০:৩৭

মোবাইল ইন্টারনেট ব্যবহার করার সময় খরচ হওয়া ডাটার পরিমাণকে বলা হয় ‘ডাটা ব্যবহার’ বা ডাটা ইউজেস। এ ব্যবহারের পরিমাণ মেগাবাইট (এমবি) দ্বারা মাপা হয়। স্মার্টফোনে মূলত ডাটা ব্যবহারের পরিমাণ নির্ভর করে ব্যবহৃত অ্যাপগুলোর ওপর। যেমন মুভি স্ট্রিমিং ও বড় ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে বেশি ডাটা খরচ হয় আর শুধু মেসেজিং এবং খবর পড়ার ক্ষেত্রে কম ডাটার প্রয়োজন হয়। ই-সিম ও সিম কার্ড সরবরাহকারী প্রতিষ্ঠান হোলাফ্লাই কয়েকটি মোবাইল অ্যাপ চিহ্নিত করেছে, যেগুলো বেশি ডাটা ব্যবহার করে। খবর গিজচায়না।


হোলাফ্লাইয়ের বিশ্লেষণ অনুযায়ী, জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডাটা ব্যবহার করেছে ইউটিউব। এটি প্রতি পাঁচ মিনিটে ১৯৩ মেগাবাইট পরিমাণ ডাটা ব্যবহার করে, যা ডিজনিপ্লাস থেকেও অনেক বেশি। কারণ ইউটিউবের ভিডিও ফাইলগুলোর আকার বেশ বড়, যা অনেক ভিজুয়াল ও অডিও তথ্য ধারণ করে। অন্যান্য স্ট্রিমিং পরিষেবার সঙ্গে তুলনা করে দেখা গেছে, ইউটিউব ও ডিজনিপ্লাস অনেক বেশি ডাটা ব্যবহার করে। যেমন প্রাইম ভিডিও ডিজনিপ্লাসের প্রায় দুই-তৃতীয়াংশ এবং ইউটিউবের অর্ধেক ডাটা ব্যবহার করে। নেটফ্লিক্স, হুলু ও অ্যাপল টিভি আরো কম ডাটা ব্যবহার করে। মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই প্রতি পাঁচ মিনিটে ৭ এমবি ডাটা খরচ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us