প্রচলিত নিয়মে যাওয়ার কোনো মানেই নেই: অন্তু

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ১৫:০৭

কাকতালের বয়স মোটে তিন বছর, এরই মধ্যে ‘আবার দেখা হবে’, ‘গোলোকধাঁধা’, ‘সোডিয়াম’-এর মতো গান দিয়ে তরুণ শ্রোতাদের নজর কেড়েছে তারা। আত্মপ্রকাশের তিন বছর পূর্তিতে ঢাকার দক্ষিণ পাইকপাড়ায় কাকতালের স্টুডিওতে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা, ভোকালিস্ট ও গীতিকার আসিফ ইকবাল অন্তুর মুখোমুখি হলেন মকফুল হোসেন


প্রথম আলো: ব্যান্ডের নাম ‘কাকতাল’ কেন?


আসিফ ইকবাল অন্তু: কারণ, পুরো জার্নি খুবই কাকতালীয়। কোনো কিছু পরিকল্পনা করে হয়নি, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সব জোড়া লাগছে, সেভাবেই চলছে, সেভাবেই জড়িয়ে ধরছি। পরিকল্পনা না করে যখন জীবনের অনেক সুন্দর কিছু ঘটে যায়, সেই অনুভূতি অতুলনীয় ও মূল্যবান। কাকতাল নামে ‘কাক’ আছে। আমি কেন জানি কাকের সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পাই। কর্কশ সুরের সঙ্গে তাল। আমরা ধরে নিই, কোকিল তো গান গাইবেই। কিন্তু সেই দায়িত্বটা কাক নিলে কী ঘটতে পারে, সেটাই দেখতে চাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us