চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সাইবার নিরাপত্তা প্রযুক্তিপণ্য ও পরিষেবার বাজার আগের বছরের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এতে বাজারের আকার দাঁড়িয়েছে ২১ হাজার ১০০ কোটি ডলার। সম্প্রতি ক্যানালিসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, সাইবার নিরাপত্তা খাতের কোম্পানিগুলোর ক্রস-সেলিং বা একই গ্রাহকের কাছে পণ্য ও সেবার বিক্রি বাড়ায় বাজারের আকার বেড়েছে। তবে এটি ক্যানালিসের পূর্বাভাসের তুলনায় কিছুটা কম।