ফ্রঁসোয়া বিতনকুর মিয়াসের বর্তমান সম্পদের পরিমাণ ৯২ দশমিক ৬ বিলিয়ন ডলার বা প্রায় ১১ লাখ কোটি টাকা। ২০১৮ সালে ফোর্বসের ধনীদের তালিকায় তাঁর সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ৪২ দশমিক ২ বিলিয়ন ডলার। তিনি তাঁর ব্যবসায়িক দক্ষতা কাজে লাগিয়ে গত ছয় বছরে এ সম্পদ দ্বিগুণের বেশি বাড়িয়েছেন।\
২০২৩ সালের ২৮ ডিসেম্বর লরিয়েলের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়ে ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করে। এর ফলে ফ্রঁসোয়া বিতনকুর মিয়াস হয়ে ওঠেন ১০০ বিলিয়ন ডলার সম্পদের ক্লাবে নাম লেখানো প্রথম নারী। ফ্রঁসোয়া ১৯৫৩ সালে ফ্রান্সের প্যারিসে আন্দ্রে ও লিলিয়ান বিতনকুর দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। আন্দ্রে ও লিলিয়ান দুজনেই ব্যয়বহুল পার্টি আয়োজনের জন্য পরিচিত ছিলেন। তবে ফ্রঁসোয়া ছোটবেলা থেকেই ছিলেন অন্তর্মুখী ও ভাবুক স্বভাবের।