প্রথম আলো: ‘প্রেম ও ছলনার গল্প’ তো আপনার প্রথম নাটক। কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
নিদ্রা দে নেহা: কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আমার বিপরীতে ইয়াশ রোহান ভাইয়া ছিলেন। আরেক শিল্পী রিয়া ঘোষ আমার বিভাগের (চারুকলা) বড় আপু। ২০২২ সাল থেকেই নাটকের প্রস্তাব পাচ্ছিলাম। কিন্তু সময় নিচ্ছিলাম। ফিকশনে আমার শুরুটা ওটিটি দিয়ে। মাঝখানে চলচ্চিত্র, বিজ্ঞাপনও করেছি। নাটকে ভালো গল্পের অপেক্ষায় ছিলাম। পথিক সাধন দাদা বলছেন, একটা প্যারালাল চরিত্র আছে। সব মিলিয়ে চরিত্রটা খুব মজার মনে হয়েছে।
প্রথম আলো: বিয়ের পর প্রান্তর দস্তিদার ও নিদ্রা দে নেহাকে ‘শখের নারী’তে আবার জুটি হিসেবে পাওয়া যাবে...
নিদ্রা দে নেহা: আমার ও প্রান্তরের একসঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে পছন্দের একটি কাজ শখের নারী। চরকির ‘আন্তঃনগর’ দিয়ে আমাদের জুটি শুরু। এরপর বিয়ে করেছি। বিয়ের পর অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। ‘শখের নারী’ কাজটা আমার কাছে বিশেষ। এটার প্রিভিউ কপিটা দেখেছি। একদম মনের মতো একটা কাজ হয়েছে। এটি মুক্তি পেলে সবাই দেখবেন। আমাদের কেমিস্ট্রি ক্যামেরার পেছনে যেমন, সামনেও তেমন। কোনো পার্থক্য হয় না।