গর্ভস্থ সন্তানের ওপর হলুদ খাওয়ার প্রভাব!

যুগান্তর ড. হাসনান আহমেদ প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ১১:৩০

একজন বয়াতির মুখে প্রথম এ ধুয়োজারিটা শুনেছিলাম : ‘ও তুমি এ কথা পেলে কোথায়, হলুদ খেলেই রাঙা ছেলে হয়?’ ডাক্তাররা ভালো জানেন সন্তানের রঙের ওপর হলুদ খাওয়ার কোনো প্রভাব আছে কিনা। আমি শিক্ষক মানুষ। আমার মুরদ সীমিত। ছাত্রছাত্রীদের স্বভাব-চরিত্র, লেখাপড়ার ধরন ও পদ্ধতি, সাইকোলজি, ইতিহাস, অপরাজনীতি ও মানবিক চরিত্র হননের সামাজিক প্রভাব, বর্তমান সামাজিক পরিবেশ, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে আমার চর্চা ও পেশাদারিত্ব। এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, মুক্ত মতামত দেওয়া।


মুক্ত বলছি এজন্য যে, মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব। বিধাতা তাকে জ্ঞান-গরিমা, বিচার-বুদ্ধি ও পৃথক সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। স্বার্থের কারণে কোনো দল বা গোষ্ঠী কিংবা ব্যক্তি কারও অধীনস্থ বা আজ্ঞাবাহী হলেও প্রকৃতিগতভাবে মানুষ স্বাধীন সত্তার অধিকারী। একমাত্র স্বার্থের বিষয় এলেই এদের আসল রূপ চেনা যায়। আমিও আমার বিচার-বুদ্ধি, উপলব্ধি ও চিন্তা-চেতনার নাটাই কোনো রাজনৈতিক দলের নিগড়ে না বেঁধে মুক্ত আকাশে স্বাধীনভাবে উড়তে চাই; এটা আমার প্রকৃতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us