কর দেওয়া নিশ্চিত করতে বিগত আওয়ামী লীগের আমলে বিশেষ সুযোগ পাওয়া এস আলম ও বেক্সিমকো গ্রুপসহ সাত প্রতিষ্ঠানের শেয়ার স্থানান্তর (কেনা-বেচা ও দান) বন্ধ করতে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে (আরজেএসসি) নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আরজেএসসির সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) চিঠিতে বলা হয়েছে—বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ, নাসা গ্রুপ ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (নগদ লিমিটেড) শেয়ার স্থানান্তর (কেনা-বেচা ও দান) বন্ধ করতে নির্দেশ দিয়েছে এনবিআর।
সিআইসি জানিয়েছে, কর ফাঁকি বন্ধে কারো সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করার ক্ষমতা তাদের আছে।
এতে আরও বলা হয়, 'এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকিসহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ আছে। জাতীয় স্বার্থে আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'