মূল ব্যবসায় তেমন নজর না থাকলেও শেয়ার কারসাজির মাধ্যমে পুঁজিবাজারে পারদর্শিতা দেখানোর ইস্যুতে বরাবরই আলোচনায় তালিকাভুক্ত কোম্পানি ফরচুন শুজ লিমিটেড। আইপিওর মাধ্যমে ২০১৬ সালে পুঁজিবাজারে আসে কোম্পানিটি। ২০১৯ সালের ২২ অক্টোবর থেকে ২০২১ সালের ২২ এপ্রিলের আগপর্যন্ত কোম্পানির শেয়ারদর ৩০ টাকার মধ্যে ওঠানামা করত।
কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না ঘটলেও মাত্র ছয় মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারদর পরিকল্পিতভাবে বাড়ানো হয় ৫০০ শতাংশ পর্যন্ত। এতে ২০২১ সালের ২২ এপ্রিল কোম্পানিটির শেয়ারদর ১৮ টাকা থেকে বেড়ে ২১ অক্টোবর দাঁড়ায় ১০৫ টাকায়। আর এ কাজে নেতৃত্ব দিয়েছেন পুঁজিবাজারের কারসাজিকারক হিসেবে পরিচিত সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরু। আবার হিরু চক্রের হয়ে কারসাজির অন্য সব শেয়ারে বিনিয়োগ করে শেয়ারদর বাড়াতে বা কারসাজিতে সহায়তা করেছে ফরচুন শুজ কর্তৃপক্ষ। শেয়ার কারসাজির দায়ে হিরুকে জরিমানা করা হলেও কিছু হয়নি কোম্পানি কর্তৃপক্ষের।