রোমা তেরমিনি স্টেশনের বাইরে পা রেখেই মনে হলো ভুল করে ঢাকার আশপাশের কোনো শহরে চলে এসেছি কিনা! চারপাশে চলছে নির্মাণকাজ। স্টেশনের উল্টো দিকের খাবারের দোকানগুলোর সামনে দেখছি নানরুটি আর কাবাবের ছবি। দুই-একজনকে আবার বাংলায় কথা বলতেও শুনলাম। বাহ্! বেশ তো! গুগল ম্যাপের নির্দেশ মেনে আমি আমার হোটেলের দিকে হাঁটতে শুরু করলাম। ১০-১৫ মিনিটের পথ। পৌঁছে দেখলাম এ হোটেলের উল্টো দিকেও চলছে রাস্তা সংস্কার। তবে কোনো শব্দ, দূষণ বা শোরগোল নেই।
আমার ভ্যাটিকান মিউজিয়ামে যাওয়ার টিকিট ২৭ জুনের। দুঃসংবাদটা শুনলাম আগের রাতে। কানাডিয়ান রুমমেট সেদিনই ভ্যাটিকান দেখে ফিরেছে। ভীষণ উচ্ছ্বসিত। তবে মন খারাপ করে জানাল, বিশেষ জুবিলি উপলক্ষে সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীরা পিয়েতাকে দেখতে পাবে না। হঠাৎ মন খারাপ হয়ে গেল। আমার ভ্যাটিকান দেখার আগ্রহের প্রথম দুটি কারণের একটি পিয়েতা।