বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের পরিমাণ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পাওয়া নতুন ঋণের পরিমাণকে ছাড়িয়ে গেছে। এটি দেশের রিজার্ভকে আরও চাপে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৈশ্বিক সুদের ক্রমবর্ধমান হার ও প্রচুর বিদেশি ঋণ নেওয়ার প্রেক্ষাপটে গত জুলাই ও আগস্টে বিদেশি ঋণ পরিশোধের খরচ এর আগের বছরের তুলনায় ৪৭ শতাংশ বেড়ে ৫৮৯ মিলিয়ন ডলার হয়েছে।
একই সময়ে দেশটি আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে ৪৫৮ মিলিয়ন ডলার পেয়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ কম।
সামগ্রিকভাবে, বিদেশি সংস্থাগুলোর দেওয়া ঋণ ছিল ১৩১ মিলিয়ন ডলার। এটি সরকারের ঋণ পরিশোধের খরচের তুলনায় কম।