বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা নাথিং। বিশেষ করে সংস্থার ইয়ারবাড খুবই জনপ্রিয়। এবার নতুন আরও একটি ইয়ারবাড আনলো সংস্থা। এটি হচ্ছে নাথিং ইয়ার ওপেন। এই প্রথম ওপেন স্টাইলের ওয়্যারলেস হেডসেট লঞ্চ করল নাথিং সংস্থা।
সংস্থা এই ইয়ারফোনেও নাথিংয়ের বিশেষ ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ডিজাইন রেখেছে। ১৪.২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার রয়েছে নাথিং ইয়ার ওপেন ইয়ারফোনে। নাথিং সংস্থার নতুন ইয়ারফোনে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট নেই। অন্যদিকে এই ইয়ারফোনে ১২০এমএস- এর কম ল্যাটেন্সি রেট রয়েছে।