৩২-এ পা আমিনের

আজকের পত্রিকা প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ২০:৪১

চলচ্চিত্রে অভিনয়জীবনের ৩১ বছর পূর্ণ করে ৩২-এ পা দিলেন চিত্রনায়ক আমিন খান। ১৯৯৩ সালের ১ অক্টোবর মোহাম্মদ হোসেন পরিচালিত সনি কথাচিত্র প্রযোজিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনে জগতে অভিষেক হয় তাঁর। তারও আগে তাঁর চাচা আবু হাসান খানের (প্রয়াত) অনুপ্রেরণায় ১৯৯০ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশ নেন আমিন। ১৯৯২ সালের ২৪ ডিসেম্বর আমিন খানেরই জন্মদিনে তাঁর প্রথম সিনেমার শুটিং শুরু হয়। ১৯৯৩ সালের ১ অক্টোবর সারা দেশের ৮০টি সিনেমা হলে মুক্তি পায় অবুঝ দুটি মন। প্রথম সিনেমা মুক্তির আগেই আমিন খান চুক্তিবদ্ধ হয়েছিলেন বাদল খন্দকারের ‘দুনিয়ার বাদশা’ সিনেমায়। আমিনের তৃতীয় সিনেমা এফ আই মানিকের ‘বীর সন্তান’।


দীর্ঘ ক্যারিয়ারে আমিন খানের নায়িকা হয়েছেন চাঁদনী, মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমাসহ অনেকে। আমিন খান অভিনীত আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তোমার আমার প্রেম’,‘ ঠেকাও মাস্তান’, ‘মুখোমুখি’, ‘ফুল নেবো না অশ্র নেবো’, ‘হৃদয়ের বন্ধন’, ‘বিপদজনক’, ‘টোকাই থেকে হিরো’, ‘মরণকামড়’, ‘চাকরের প্রেম’, ‘বিরোধীদল’, ‘আজ গায়ে হলুদ’ ইত্যাদি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us