ঢাকাসহ ৯ শহরে গণসংলাপ করবে গণসংহতি আন্দোলন

প্রথম আলো প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ২০:০৪

৪ অক্টোবর থেকে গণসংলাপের আয়োজন করার ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলেছে, গণ–অভ্যুত্থান মানুষের ভেতর রাষ্ট্র পুনর্গঠনের যে চাহিদা তৈরি করেছে, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির যে সম্ভাবনা তৈরি হয়েছে, সে জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণসংলাপের আয়োজন করছে তারা।


আজ মঙ্গলবার রাজধানীতে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে ৯টি বড় শহরে ৯ দিন ধরে গণসংলাপের কর্মসূচি ঘোষণা করা হয়। দলটি তাদের গণসংলাপ শুরু করবে ৪ অক্টোবর নারায়ণগঞ্জে। এরপর পর্যায়ক্রমে তাদের গণসংলাপ হবে ১৭ অক্টোবর বরিশালে, ১৮ অক্টোবর খুলনায়, ১৯ অক্টোবর রাজশাহীতে, ২৫ অক্টোবর চট্টগ্রামে, ২৬ অক্টোবর রংপুরে, আগামী ১ নভেম্বর সিলেটে ও ২ নভেম্বর ময়মনসিংহে। শেষে ২৯ নভেম্বর ঢাকায় গণসংলাপের আয়োজন করা হবে।


সংবাদ সম্মেলনে গণসংলাপের কর্মসূচি সম্পর্কে বক্তব্য তুলে ধরেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। লিখিত বক্তব্য পাঠ করে দেশব্যাপী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বকারী আবুল হাসান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us