সংঘবদ্ধভাবে বেক্সিমকোর শেয়ার লেনদেন এবং কৃত্রিমভাবে দর বাড়ানোর ঘটনার দায়ে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার রেকর্ড এ জরিমানার করার তথ্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।
নিকট অতীতে পুঁজিবাজারে কারসাজির দায়ে এতবড় জরিমানার নজির নেই।
বিএসইসি বলছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বেক্সিমকোর শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায়’ এসব কোম্পানিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।