ডেঙ্গু ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে। বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, বড় হচ্ছে মৃত্যুর মিছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রোগীদের মধ্যে সচেতনতার ঘাটতি থাকায় হাসপাতালে দেরিতে আসছে। এ কারণে মৃত্যু বাড়ছে। নগরবাসী মশকনিধন কার্যক্রমে স্থবিরতার অভিযোগ করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, মশকনির্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ব্যাপারে কীটতত্ত্ববিদদের সহায়তা চাওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬৩ জন হলো। এর মধ্যে সেপ্টেম্বরের ৩০ দিনেই মৃত্যু হয়েছে ৮০ জনের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫২ জন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৩৮ জনে। এর মধ্যে সদ্য বিদায় নেওয়া সেপ্টেম্বরের ৩০ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৯৭ জন রোগী।