কে বন্ধু? আর কে নন? বিপদে পড়ে চেনার বদলে ৫ উপায়ে আগেই বুঝে নিন

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৫

কথাতেই আছে ‘বিপদের বন্ধু’। তার কারণ প্রকৃত বন্ধু তিনিই, যিনি বিপদের দিনেও বন্ধুর পাশে থাকেন। তাঁকে ছেড়ে যান না। কিন্তু সে তো বিপদে পড়ার পরে জানা যাবে। তার আগে আপনার আশপাশে যাঁরা মুখে হাসির রেখা টেনে ঘুরে বেড়াচ্ছেন বা যাঁদের সঙ্গে আপনি সর্বদা উঠছেন-বসছেন, একসঙ্গে কাজ করছেন, এমনকি, ভরসা করে মনের কথাও বলছেন, তাঁদের চিনে নেবেন না? তাঁরা আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না, বুঝবেন কী করে?


১। সুসময়ের সঙ্গী


যাঁকে বন্ধু ভাবছেন, তিনি কি শুধু সুসময়েই পাশে থাকেন? আর পরিস্থিতি জটিল হলেই ‘হাওয়া’ হয়ে যান? তবে সমস্যা আছে। এঁরা আসলে আপনার সঙ্গে থাকেন নিজেদের প্রয়োজন মেটানোর জন্য। বন্ধুত্ব বা আপনার ভাল এঁরা চান না। খাঁটি বন্ধুত্ব হল একটা মজবুত দেওয়ালের মতো। জীবনের সবচেয়ে খারাপ সময়ে এঁরা পাশে থাকেন।


২। আনন্দ না হিংসা


আপনার সাফল্যে আপনার বন্ধু কি খুশি হন? নাকি সাফল্যের খবর শুনলে তাকে ছোট করে দেখান বা বাঁকা মন্তব্য করেন, খেয়াল করুন। আপনার সাফল্যে কি ঈর্ষান্বিত হন আপনার বন্ধু? তা হলে সতর্ক হোন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us