কানপুরে প্রথম দিনে বৃষ্টি বাগড়ায় খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। দ্বিতীয় দিনে হতে পারল না এক বলও। রাতভর বৃষ্টির পর সকালে ছিল একই পরিস্থিতি। দুপুরে বৃষ্টি থামলেও আকাশ ছিলো ঘন কালো। মাঠ প্রস্তুত করে খেলা শুরুর অবস্থা করা যায়নি। পরে আরেক দফা হালকা বৃষ্টি নামলে পরিত্যক্ত হয়ে যায় দিনের খেলা।
শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ড কেটেলবোরো দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
কানপুরে শুক্রবার দিনের পর রাতেও হয় প্রবল বৃষ্টি। সকালে বৃষ্টির তোড় কমে এলেও মাঠ ছিলো ভেজা। দুই দল মাঠে এলেও সোয়া নয়টায় মাঠ ছেড়ে হোটেলে ফিরে যায়।
দুপুর ১২টায় বৃষ্টি থেমে এলে পানি নিষ্কাশনের কাজ শুরু করেন মাঠ-কর্মীরা। তবে আকাশ ছিলো ঘনকালো। দুপুর পৌনে দুইটায় সেখানে আবারও শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। তাতে আর দিনের খেলার শুরুর সম্ভাবনা দেখতে পাননি আম্পায়াররা।