বর্তমান সরকারের বয়স দুই মাসের মতো। যেহেতু এটা অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার, তাই এ দুই মাসকে তাদের ‘হানিমুন পিরিয়ড’ হিসাবে ধরা যেতে পারে। তারা কতদিন ক্ষমতায় থাকবেন, তার কিছু আভাস থাকলেও প্রকৃতপক্ষে কতদিন শেষ পর্যন্ত থাকবেন, তা আমরা কেউ জানি না।
দেখা যাচ্ছে তারা ইতোমধ্যেই অনেক কাজে হাত দিয়েছেন। যেমন, বিভিন্ন ক্ষেত্রে এই সরকার ছয়টি কমিশন গঠন করেছে। ব্যাংকিং ক্ষেত্রে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে আবেগের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যাংকিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে আছে-বেশ কয়েকটি ব্যাংকের বোর্ড পুনর্গঠন, রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের প্রধান নির্বাহী অপসারণ, ব্যাংক খাত সংস্কারে টাস্কফোর্স গঠন। বলা হয়েছে, কমিশনের কাজ দেরি হবে, তাই টাস্কফোর্স।