দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত কিছুরই না সাক্ষী হতে হচ্ছে সাকিব আল হাসানকে। মাঠ বা মাঠের বাইরে নানা ঘটনায় তাঁকে নিয়ে চলে অজস্র আলোচনা-সমালোচনা। সেই সাকিব গতকাল হুট করে অবসরের ঘোষণা দিলেন কানপুরে টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। নাজমুল আবেদীন ফাহিমের মতে তাঁর (সাকিব) অবসরটা আরও ভালোভাবে হতে পারত।
কাকতালীয়ভাবে সাকিব গতকাল টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন, তাঁর কিছুক্ষণ পরই হয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের সভা। নতুন সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে বিসিবির সেটা পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। সে যা-ই হোক, সুদূর কানপুরের সেই টালমাটাল পরিস্থিতির ছোঁয়া মিরপুরে এসে লাগবে না, তা কী করে সম্ভব! যেখানে সাকিব অবসরের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকে দুঃখ প্রকাশ করেছেন, কেউবা তাঁকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন।