বিজেপিতে সমর্থন দেওয়ার পর একাধিক কংগ্রেস নেতাকে গঙ্গাজল ও গোমূত্র দিয়ে পরিশুদ্ধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে। একই সঙ্গে জয়পুর মিউনিসিপ্যাল করপোরেশন হেরিটেজ কার্যালয়কে দুর্নীতির দাগমুক্ত করতে এবং সেই নেতাদের ‘প্রকৃত সনাতনীতে’ রূপান্তর করতে পুরো অফিস প্রাঙ্গণে ছিটানো হয়েছে গঙ্গাজল ও গোমূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মুনেশ গুরজার নামে সেই কংগ্রেস নেতা—যিনি মিউনিসিপ্যালটির কাউন্সিলর—এবং অন্যান্য কর্মকর্তারাও গঙ্গাজল ও গোমূত্রের মিশ্রণ পান করেছেন। পাশাপাশি তাঁরা এই মিশ্রণ দিয়ে নিজেদের মুখমণ্ডলও ধুয়েছেন।