শুধু ইসলামি সংস্কৃতির সূতিকাগার হিসেবে নয়, সুপ্রাচীন ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং মরুভূমির রুক্ষ সৌন্দর্য, সমুদ্রের গর্জন কিংবা বনানীর নৈঃশব্দ্যের জন্যও বিখ্যাত সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রধানতম ভ্রমণ গন্তব্য হয়ে উঠতে চাইছে দেশটি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি আরবে নারীদের একক ভ্রমণে এখন আর বাধা নেই।
সৌদি আরব নারীদের জন্য নির্দিষ্ট কঠোর নিয়মনীতি সংস্কার করে এখন নারীবান্ধব হয়ে উঠেছে। বিশ্বের মোট পর্যটকের প্রায় ৬৪ শতাংশ নারী। এই বিপুল অংশের পর্যটককে একক ভ্রমণের অনুমতি দিয়ে দেশটি বিশ্বের প্রধানতম ভ্রমণ গন্তব্য হয়ে ওঠার দিকে এক ধাপ এগিয়ে গেল।
সৌদি আরবের জনপ্রিয় গন্তব্য
সৌদি আরবে মরুভূমি যেমন আছে, তেমনি আছে ঘন বন, অনুচ্চ পাহাড় আর সুদীর্ঘ প্রাচীন ঐতিহ্যের স্মারক বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আছে শহরের ঝাঁ-চকচকে জীবন, সমুদ্রসৈকতের নির্জনতা কিংবা অরণ্যের নৈঃশব্দ্য।