২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপটা অস্ট্রেলিয়া শুরু করেছিল টানা দুই ম্যাচ হেরে। এরপর কী হয়েছে, সেটি তো জানাই। টানা নয় ম্যাচ জিতে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে এরপর খেলা পাঁচটি ওয়ানডে জিতে জয়ের ধারাটিকে টানা ১৪ বানিয়েছিল অস্ট্রেলিয়া। তাতে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টানা জয়ের কীর্তি গড়ে নিজেদেরই টানা ২১ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ডটাকে মনে করিয়ে দিয়েছিল অস্ট্রেলীয়রা।
অস্ট্রেলিয়া কি ‘২১’-এর আরও কাছে যেতে পারবে, এই প্রশ্ন সামনে নিয়েই গতকাল চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমেছিল মিচেল মার্শের দল। অস্ট্রেলিয়া পারেনি টানা ওয়ানডে জয়ের সংখ্যাটিকে ১৫ বানাতে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করেও ডিএলএস নিয়মে স্বাগতিক দলের কাছে ৪৬ রানে হেরে গেছে অস্ট্রেলিয়া। তাতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে উত্তেজনা বেঁচে রইল। তিন ম্যাচ শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে।