দেশে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে বাজারে (মানুষের হাতে) টাকার জোগান কমাতে চায় বাংলাদেশ ব্যাংক। সেই লক্ষ্যে সুদহার বাড়িয়ে টাকার জোগান কমানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদহার (রেপো রেট) দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদহার বাড়বে। এতে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বাড়াবে ব্যাংকগুলো। বাড়তি সুদে অনেক উদ্যোক্তা ও ব্যবসায়ীর নতুন ঋণে আগ্রহ কমবে। এতে মানুষের হাতে টাকার প্রবাহ কমে যাবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে সুদ বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এতে বলা হয়, নীতি সুদহার বাড়ানোর নতুন সিদ্ধান্ত আজ (বুধবার) থেকে কার্যকর হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে মুদ্রানীতি প্রণয়ন কমিটির পঞ্চম সভায় নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে নীতি সুদহার বাড়ানোর কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গভর্নর দায়িত্বে আসার পর দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো সুদহার। এর আগে সাড়ে ৮ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়েছিল।