একটি প্রকল্পের আওতায় ছয় কোটির বেশি টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরি করে বাংলাদেশ বেতার। চলতি (সেপ্টেম্বর) মাসে উদ্বোধন হওয়ার কথা ছিল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেতারের অন্য স্থাপনার সুরক্ষায় নিজেরাই সেটি ভেঙে ফেলে। ম্যুরালটি শেষ মুহূর্তে কিছু পরিবর্তন আনায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোট সাড়ে ২৫ কোটি টাকা দাবি করছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিষয়টি নিয়ে বিপাকে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ বেতার, শাহবাগ কমপ্লেক্স, আগারগাঁও, ঢাকায় স্থানান্তর, নির্মাণ ও আধুনিকায়ন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পটি তৃতীয়বার সংশোধনের আওতায় ম্যুরাল অন্তর্ভুক্ত করা হয়। মূলত ৭ মার্চের ভাষণ সম্প্রচারে বাংলাদেশ বেতারের ঐতিহাসিক ভূমিকার স্মৃতি রক্ষার্থে এ ম্যুরাল স্থাপন করা হয়।