গরমে শরীর ঠান্ডা রাখবে যে রঙের পোশাক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৭

রোদের তাপ বাড়ছে। আবহাওয়া এখন বেশ উত্তপ্ত। প্রচণ্ড গরমে জনজীবনও অতীষ্ট হয়ে পড়েছে। তাই এ সময় আরামদায়ক পোশাক পরার বিকল্প নেই। একই সঙ্গে গরমে পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রেও বিশেষ নজর রাখা জরুরি।


যদিও এ বিষয়ে তেমন মাথা ঘামান না অনেকেই, ফলে বাইরে বের হলে গরমে অতিষ্ট হয়ে উঠতে হয়। কিছু রঙের পোশাক পরলে শরীর ঠান্ডা থাকে ও গরমও কম লাগে এমনটিই জানাচ্ছে এক গবেষণা।


২০২০ সালের আগস্টে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষক তোশিয়াকি ইচিনোসের নেতৃত্বে জাপানি বিজ্ঞানীদের একটি দল এ বিষয়ে গবেষণা পরিচালনা করেন।


গবেষণার প্রধান গবেষক তোশিয়াকি ইচিনোস এই পরীক্ষার জন্য কড়া রোদে ৯টি ম্যানকুইনে লাল থেকে হালকা সবুজ, হলুদ, নীল, কালো, সাদা বা গাঢ় সবুজ’সহ বিভিন্ন রঙের পোলো শার্ট পরান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us