সাধ আর সাধ্যের মিলনমেলা যেন রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট। আছে ১৫০ থেকে ২০০টির মতো দোকান। বেশির ভাগই ‘ভ্যান-দোকান’। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই মার্কেটে কী পাওয়া যায়, এই প্রশ্ন না করে জিজ্ঞেস করা উচিত—কী পাওয়া যায় না! শাড়ি থেকে মশারি, কুর্তা, পর্দা, ডিনার সেট—সবই মিলবে। তবে তিনটি জিনিস দামে কম, মানে ভালো এই শর্ত মিটিয়ে কিনতে হলে কৃষি মার্কেটের বিকল্প মেলা ভার।
পর্দা
এই তালিকার প্রথমেই থাকবে পর্দা। ভ্যানের ওপর শত শত রঙিন পর্দার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সেসবের সঙ্গী হয়েছে বিছানার চাদর, বালিশের কভার, কুশন ইত্যাদি। কম দামে প্রিন্টের সুন্দর পর্দা কিনতে হলে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে ঘুরে আসতেই পারেন। প্রতি পিস পর্দার দাম ২৫০ থেকে ৫০০ টাকা।