রিবাউন্ড নতুন সূচনা হতে পারে, কিন্তু এটি সমানভাবে বিপর্যয় ডেকে আনতে পারে। রিবাউন্ড সম্পর্ক হলো যখন কেউ ব্রেকপ করে এবং সেই শূন্যতা পূরণ করতে অন্য কারো সঙ্গে নতুন সম্পর্কে জড়ায়। যদিও কিছু ক্ষেত্রে রিবাউন্ড সম্পর্ক টিকে যেতে পারে, তবে যদি উদ্দেশ্যটি অতীতের হার্টব্রেক কাটিয়ে ওঠা হয়, তাহলে এটি খুব একটা কার্যকরী উপায় নয়।
একটি সম্পর্ক শেষ করার পরে আমাদের সবারই এগিয়ে যাওয়ার জন্য সময় এবং কাছের মানুষ প্রয়োজন হয়। কিন্তু যারা ব্রেকআপের পরেই নতুন সম্পর্কের জড়িয়ে পড়ে তারা মূলত ছেড়ে যাওয়া মানুষটির বিকল্প খোঁজে। কিন্তু একজন মানুষ কখনোই আরেকজনের বিকল্প হতে পারে না। তখন আবার ভয় থাকে পুরনো মানুষটির সঙ্গে নতুন করে যোগাযোগ করার। আপনার সঙ্গীর ক্ষেত্রেও কি এমনটা ঘটছে? সত্যিই কি সে তার প্রাক্তনকে ভুলতে পারছে না? মিলিয়ে নিন-