অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ৯ সেপ্টেম্বর দেশের প্রাচীন ও বিখ্যাত জলাশয় আড়িয়ল বিল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেছেন, ঐতিহ্যবাহী এই বিল আমাদের জাতীয় সম্পদ, এ বিল রক্ষা করতে হবে। এখন থেকে এই বিলে কোনো আবাসন কোম্পানিকে ড্রেজার লাগিয়ে ভরাট করতে দেওয়া হবে না। এ সময় তাঁর সঙ্গে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও ছিলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক হিসেবে প্রাকৃতিক পরিবেশ-প্রতিবেশ রক্ষা এবং পরিবেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে নিরন্তর লড়াই করে এসেছেন। এ লড়াই করতে গিয়ে স্বার্থান্বেষী মহলের রোষানলেও তাঁকে পড়তে হয়েছে। তাই ‘রাইট পারসন অ্যাট রাইট পজিশন’ সূত্রের যথার্থতা প্রমাণ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রিজওয়ানা হাসানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর দেশবাসীর মনে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছে, দেশের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় এবার কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া হবে। আড়িয়ল বিলে মাটি ভরাট বন্ধ এবং আগামী ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধের ঘোষণা তারই প্রতিফলন। বিশেষ করে আড়িয়ল বিলে আবাসন কোম্পানিগুলোর আগ্রাসন বন্ধের যে ঘোষণা উপদেষ্টা দিয়েছেন, তাতে দেশের সচেতন ব্যক্তি, বিশেষ করে বিক্রমপুরবাসী আশান্বিত।