রপ্তানির নামে ৯২০ কোটি টাকা পাচার নাকি ফাঁকি!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২

শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হয় প্রতিষ্ঠানগুলোকে। সেই কাঁচামাল দিয়ে তৈরি পণ্য বিদেশে রপ্তানি করা হয়। রপ্তানি করা পণ্যের মূল্য বৈদেশিক মুদ্রা হিসেবে দেশে আসার কথা। অথচ, এমন ৯৯টি বন্ডেড প্রতিষ্ঠান বিদেশে পণ্য রপ্তানি করলেও দেশে আনেনি সমুদয় অর্থ। টাকার পরিমাণও কম নয়। প্রায় সাত কোটি ৭৯ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৯২০ কোটি ১২ লাখ টাকা।


৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে এক থেকে ২৭২ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে এমন ৩২টি প্রতিষ্ঠানের অর্থও দেশে আসেনি। প্রতিষ্ঠানগুলো প্রায় ৮৬০ কোটি টাকার পণ্য বিদেশে রপ্তানি করেছে। এর মধ্যে দেশের বৃহত্তম বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান রয়েছে নয়টি। তাদের মাধ্যমে ৬৬১ কোটি টাকার পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। নিয়ম অনুযায়ী, রপ্তানির ১২০ দিনের মধ্যে পিআরসি আসার বাধ্যবাধকতা থাকলেও এসব প্রতিষ্ঠানের টাকা আসেনি। এমনকি দুই থেকে আড়াই বছর পার হলেও টাকা আসেনি বেশিরভাগ প্রতিষ্ঠানের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us