ভারতের ক্রিকেট ইতিহাসের অনেক স্বর্ণালি মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের নাম। চেন্নাইয়ের এ মাঠেই ১৯৫২ সালে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ভারত। একই মাঠে আজ বাংলাদেশকে হারিয়ে সিরিজের প্রথম টেস্টে আরেকটি মাইলফলক স্পর্শ করেছে ভারতের ক্রিকেট। টেস্ট অভিষেকের ৯২তম বছর আর ৫৮০ টেস্টে এসে এই প্রথম হারের তুলনায় জয়ের সংখ্যা বাড়িয়ে নিতে পেরেছে ভারত।
টেস্ট খেলা শুরুর পর আর কোনো দলেরই জয়ের সংখ্যায় এগিয়ে যেতে এত বেশি সময় এবং ম্যাচের দরকার হয়নি। অবশ্য বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাসহ কয়েকটি দল এখনো জয়ের তুলনায় হারের সংখ্যাকে ছাপিয়ে যেতে পারেনি, জেতার চেয়ে হেরেছে বেশি।