বদরগঞ্জের শ্যামপুর চিনিকল চালুর দাবি

প্রথম আলো প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:০০

এলাকায় ১০ হাজার একরে আখ চাষ হতো। এর সঙ্গে জড়িয়ে ছিল ১০ সহস্রাধিক চাষি। কিন্তু লোকসানের অজুহাতে ২০২০-২১ অর্থবছর থেকে রংপুরের বদরগঞ্জ উপজেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল বন্ধ থাকায় ওই সব জমিতে আখ চাষ করছেন না চাষিরা। কিন্তু জমিগুলোতে অন্য ফসল চাষে তাঁরা তেমন লাভবানও হচ্ছেন না। এতে ক্রমান্বয়ে ওই চাষিরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।


১০ সেপ্টেম্বর ওই মিল চালু করার বিষয়ে শ্যামপুর বাজারে চাষিরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। এ সময় বাংলাদেশ আখচাষি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সদস্য রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর আন্তরিকতার অভাবে ওই চিনিকল চালু হয়নি। তিনি (সংসদ সদস্য) চেয়েছিলেন চিনিকলটি সালমান এফ রহমানের অধীনে ছেড়ে দিতে। সেই লক্ষ্যে সংসদ সদস্য অপচেষ্টাও চালিয়েছেন। কিন্তু সরকারের পতন হওয়ায় তা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে চিনিকলটি বন্ধ থাকায় এলাকার আখচাষিরা কষ্টে দিনাতিপাত করছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us