অনেকেই আজকাল নতুন ফোন কেনার সময় পুরোনো ফোনটি বিক্রি করে দেন বা ফোনটি বদলে নেন। পুরোনো ফোন বদলে নতুন ফোন কেনার সময় কিছু বিষয় জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সঠিক ফোন বেছে নেওয়া যায়। তবে মনে রাখতে হবে পুরোনো ফোন বিক্রির বা বদলানোর আগে সতর্ক হওয়া প্রয়োজন।
যদি ফোনে ব্যক্তিগত তথ্য থেকে যায় ডিলিট না করেন তা হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে গেলে তা দিয়ে আজকাল কী কী করা সম্ভব সেই বিষয়ে কম-বেশি সবারই জানা আছে। তাই পুরোনো মোবাইল বদলানোর আগে এই কাজগুলি অবশ্যই করে রাখুন।
বাজেট নির্ধারণ করা: ফোন কেনার আগে বাজেট নির্ধারণ করা অত্যন্ত জরুরি। অনেক সময় অতিরিক্ত ফিচার দেখে বেশি খরচ করা হয়ে যায়। তাই কী ফিচার চান এবং তার মূল্য কত হতে পারে, তা আগে ঠিক করে নিন।