মহাকাশে একদিনে ছয়টি নতুন স্যাটেলাইট পাঠিয়েছে চীন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এসব স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শুক্রবার ছয়টি নতুন উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন। জিলিন-১ কুয়ানফু ০২বি ০১-০৬ স্যাটেলাইটটি বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ১২টা ১১ মিনিটে উৎক্ষেপণ করা হয়।