আকাশপথে কার্গো পণ্য আমদানি-রপ্তানির সংক্রান্ত তথ্য সেবার জন্য কল সেন্টার চালু করেছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার থেকে এ সেবা চালু হয়েছে বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কল সেন্টারের ১৩৬৩৬-এ ফোন করে এক্সটেনশন নম্বর ৬ চেপে রপ্তানিকারকরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক পরিবাহিত কার্গো সংক্রান্ত সব তথ্য জানতে পারবেন।