নিজেদের অগমেন্টেড রিয়ালিটি গ্লাসের আপগ্রেডেড সংস্করণ আনার ঘোষণা দিয়েছে স্ন্যাপ।
মঙ্গলবারের এ ঘোষণার মাধ্যমে কোম্পানিটি ‘পরিধানযোগ্য ডিভাইসকে বাস্তব পৃথিবী দেখার নতুন উপায় হিসেবে প্রতিষ্ঠা করার বাজিতে আরেক ধাপ এগিয়ে গেল’ বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
স্ন্যাও দীর্ঘদিন ধরেই নিজেদের মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট ও এর বিভিন্ন অ্যানিমেট করা ফিল্টারের জন্য পরিচিতি পেলেও অগমেন্টেড রিয়ালিটি’র ক্ষেত্রেও তারা সম্মুখসারীতে আছে, যেখানে ক্যামেরা ও লেন্সের সহায়তায় বাস্তবিক পরিবেশে বিভিন্ন ছবি ও ভিডিও’তে ডিজিটাল ইফেক্ট যোগ করার সুবিধা মেলে।