মশা আবার ভয় ধরাচ্ছে

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭

গভীর রাত। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা। কোনো শয্যা খালি নেই। মেঝে-বারান্দা সব জায়গায় শুধু রোগী আর রোগী। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। একজন চিকিৎসক এক রোগীর ব্যবস্থাপত্র লিখতে লিখতে বললেন, অন্যান্য দিন পাঁচজন রোগী এলে একজনকে ভর্তি নিতে হয়। আজ পাঁচজন আসছে, পাঁচজনকেই ভর্তি নিতে হচ্ছে। ডেঙ্গু ভয়াবহ হয়ে উঠছে।


ঢামেক হাসপাতালের এ দৃশ্য দুদিন আগের। এরপর গত দুদিনে ডেঙ্গুর চোখরাঙানি আরও বেড়েছে। শুধু এই হাসপাতাল কিংবা রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালই নয়, সারা দেশের প্রায় সব সরকারি হাসপাতালেই এখন ডেঙ্গু রোগীর চাপ। সারা দেশে প্রতিদিন হাজারের কাছাকাছি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। মৃত্যুও ঘটছে। কিন্তু মশকনিধনে এখনো দৃশ্যমান কোনো কার্যক্রম নেই স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলোর। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us