যেকোনো রোগ থেকে মুক্তির উপায় হলো প্রাক্–প্রতিরোধব্যবস্থা ও আক্রান্ত হওয়ার পর রোগীর চিকিৎসা। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে আমাদের নীতিনির্ধারকেরা চিকিৎসার কাজটি মোটামুটি করলেও প্রাক্–প্রতিরোধব্যবস্থাকে বরাবর অগ্রাহ্য করে গেছেন।
গত বছর বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার পর স্বাভাবিকভাবে আশা করা গিয়েছিল, কর্তৃপক্ষ সজাগ হবে এবং প্রাক্–প্রতিরোধব্যবস্থার ওপর জোর দেবে। কিন্তু বাস্তবে সে রকম কিছু দেখা যায়নি। ফলে ডেঙ্গু নিয়ে জনমনে শঙ্কা ও উদ্বেগ থেকেই গেছে।
গতকাল বুধবার প্রথম আলোর খবর থেকে জানা যায়, দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ মাসের ১৭ দিনে ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হলো, যা চলতি বছর কোনো এক মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। গত মাসে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছিল।